নির্দেশিকা

ক. শব্দ খুঁজা

১। সার্চবক্সে কাঙ্ক্ষিত শব্দটি লিখে “শব্দ খুঁজুন” বোতামে চাপুন। উক্ত শব্দের পৃষ্ঠাটি দেখাবে।

২। কাঙ্ক্ষিত শব্দটি পাওয়া না গেলে সেক্ষেত্রে অন্য বানানের শব্দ প্রস্তাব করবে। যেমন:- ‘চেপ্টা’ দিয়ে সার্চ করলে ‘চিপটা, চেপটা, চ্যাপটা’ শব্দগুলো প্রস্তাব করবে।

৩। দ্বিতীয় ধাপে কোনো শব্দ প্রস্তাব করা সম্ভব না হলে, প্রদত্ত শব্দাংশটি রয়েছে এমন শব্দগুলোর তালিকা দেখাবে। যেমন:- ‘ঞ্চ’ দিয়ে সার্চ করলে অঞ্চল, ইঞ্চি, কুঞ্চন, চঞ্চল, পঞ্চ, বঞ্চনা, মঞ্চ ইত্যাদি শব্দের তালিকা দেখাবে।

৪। সর্বশেষ কোনো ধরনের শব্দই পাওয়া না গেলে, “শব্দটি পাওয়া যায়নি” মেসেজ দিবে।

বিজয় ক্ল্যাসিকে সার্চ
ডেস্কটপের ক্ষেত্রে, অ্যানসি (ANSI) এনকোডেড বাংলা শব্দ দিয়ে সার্চ করতে চাইলে “সেটিংস” পাতায় গিয়ে অ্যানসি (ANSI) এনকোডিং সিলেক্ট করে সেভ করতে হবে। তাহলে বিজয় ক্ল্যাসিক মোডে লিখিত, অর্থাৎ সুতন্বী এমজে ফন্টের শব্দ ব্যবহার করা যাবে।

ইউনিকোডে ফিরে আসতে একইভাবে “সেটিংস” পাতায় গিয়ে ইউনিকোড এনকোডিং সিলেক্ট করে সেভ করতে হবে। উল্লেখ্য যে, অ্যানসি মোডে ইউনিকোডের টেক্সটও সার্চ করা যাবে।

খ. শব্দের তালিকা দেখা

প্রদত্ত শব্দ বা শব্দাংশ রয়েছে এমন ভুক্তিগুলো দেখতে চাইলে শব্দ ও ভুক্তির তালিকা দেখুন বোতামটি চাপতে হবে। যেমন:- সার্চবক্সে ‘কখ’ লিখে, উক্ত বোতামটি চাপলে কখন, কখনই, কখনও, কখনো, কখনো কখনো, কখনো সখনো ইত্যাদি শব্দের তালিকা দেখাবে।

এছাড়া “বর্ণানুযায়ী ভুক্তি” পাতাতে সার্চবক্সে কমপক্ষে ২টি বাংলা অক্ষর লিখে ১ সেকেন্ডের মতো দেরি করলে, একইভাবে শব্দগুলো (সর্বোচ্চ ৮টি) প্রস্তাব করবে।

কখ দিয়ে শুরু হওয়া শব্দসমূহ

লক্ষ্যণীয় বিষয়:

১। এক অক্ষর দিয়ে শব্দের তালিকা প্রদর্শনের ক্ষেত্রে, ঐ অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলোই শুধু দেখাবে। যেমন:- “ক দিয়ে শব্দসমূহ” পাতাতে ক-দিয়ে শুরু হওয়া শব্দগুলো দেখাবে।

২। অন্যদিকে যেসব অক্ষর দিয়ে সাধারণত শব্দ শুরু হয় না, যেমন:- ঙ, ঞ, ণ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ,  ঁ ইত্যাদি, তাদের ক্ষেত্রে উক্ত অক্ষরটি রয়েছে এমন সবগুলো শব্দ দেখাবে।

৩। তবে ঙ, ঞ ও ণ - এই তিনটি বর্ণের তালিকার ক্ষেত্রে সাধারণভাবে কোনো যুক্তবর্ণ-বিশিষ্ট শব্দ দেখাবে না। যেমন:- “ণ দিয়ে শব্দসমূহ” পাতাতে ‘পণ’ শব্দটি থাকলেও ‘পণ্ড’ শব্দটি নেই। যুক্তবর্ণের শব্দগুলোর তালিকা দেখতে হলে সংশ্লিষ্ট যুক্তবর্ণের পাতাটিতে যেতে হবে।

গ. নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়া

পেজিনেশন

“অভিধানের পৃষ্ঠা” পাতায় আগে, পরে, শুরু, শেষ ইত্যাদি বোতামগুলো চেপে যথাক্রমে আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা (পৃষ্ঠা ১) ও শেষের পৃষ্ঠায় (পৃষ্ঠা ১২১৮) যাওয়া যাবে। এছাড়া মাঝের বক্সে নির্দিষ্ট পৃষ্ঠা নম্বর লিখে এন্টার চাপলে উক্ত পৃষ্ঠাটি প্রদর্শিত হবে।

ঘ. শব্দসংক্ষেপ ও সংকেতসূচি

দ্রষ্টব্য
=
সমান
ধাতু
পদান্তর
>
থেকে
<
উৎস
~
ভুক্তিবিকল্প
[ ]
উচ্চারণের জন্য ব্যবহৃত
{ }
ব্যুৎপত্তির জন্য ব্যবহৃত

ব্যাকরণ ও পদপ্রকাশক শব্দসংক্ষেপ

অক্রি
অসমাপিকা ক্রিয়া
অনু
অনুকারক শব্দ, শব্দদ্বৈত
অব্য
অব্যয়
অব্যয়ী.
অব্যয়ীভাব সমাস
আক্ষ.
আক্ষরিক
আল.
আলঙ্কারিক
উপ.
উপসর্গ
একব
একবচন
কর্মধা.
কর্মধারয় সমাস
ক্রি
ক্রিয়া
ক্রিবি
ক্রিয়া-বিশেষ্য
ক্রিবিণ
ক্রিয়াবিশেষণ
ক্লীব.
ক্লীবলিঙ্গ
তৎ
তৎপুরুষ সমাস
তুল.
তুলনীয়
দ্বন্দ্ব.
দ্বন্দ্ব সমাস
দ্বিগু.
দ্বিগু সমাস
ধন্যা.
ধ্বন্যাত্মক
নতৎ
নঞ তৎপুরুষ সমাস
নিত্য
নিত্য সমাস
পু.
পুংলিঙ্গ
প্রব
প্রবচন
বহু
বহুব্রীহি সমাস
বহুব
বহুবচন
বাগ.
বাগ্‌বিধি
বি
বিশেষ্য
বিণ
বিশেষণ
বিবিণ
বিশেষ্যের বিশেষণ
বিণ-বিণ
বিশেষণের বিশেষণ
বিপ.
বিপরীতার্থক শব্দ
ব্য.
ব্যঙ্গার্থ
ব্যা.
ব্যাকরণ
মধ্য.
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
সং.
সংক্ষেপ
সচ.
সচরাচর
সম্বো.
সম্বোধনে
সম্মা.
সম্মানসূচক
সর্ব
সর্বনাম
স্ত্রী.
স্ত্রীলিঙ্গ

ভাষা বিষয়ক শব্দসংক্ষেপ

অ.
অহমিয়া/অসমিয়া
অপ্র
অপপ্রয়োগ
অমু.
অজ্ঞাতমূল
অশি.
অশিষ্ট
আঞ্চ.
আঞ্চলিক
অশু.
অশুদ্ধ
অশুপ্র
অশুদ্ধ কিন্তু প্রচলিত
আ.
আরবি
ই.
ইংরেজি
ইটা.
ইটালীয়
উ.
উর্দু
ও.
ওড়িয়া
ওল.
ওলন্দাজ
কোল.
কোল ভাষা
গুজ.
গুজরাটি
গ্রি.
গ্রিক
চী.
চীনা
জ.
জর্মন
জা.
জাপানি
টি.
টিপরা
তা.
তামিল
তু.
তুর্কি
তে.
তেলেগু
দ্রা.
দ্রাবিড়
নপ্র
নতুন প্রচলিত
নে
নেপালি
পা.
পালি
পাঞ্জা.
পাঞ্জাবি
পো.
পর্তুগিজ
প্রা.
প্রাকৃত
প্রাবা.
প্রাচীন বাংলা
প্রাপ্র
প্রাচীন প্রয়োগ
ফ.
ফরাসি
ফা.
ফারসি
বা.
বাংলা
ব্র.
ব্রজবুলি
অপভ্র.
অপভ্রংশ
মবা.
মধ্যযুগীয় বাংলা
মা.
মালয়ালম
মু.
মুণ্ডারি
রু.
রুশীয়
লা.
ল্যাটিন
শুঅপ্র
শুদ্ধ কিন্তু অপ্রচলিত
স.
তৎসম বা সংস্কৃত
সা.
সাধুরীতি
স্পে.
স্পেনীয়/হিস্পানি
হি
হিন্দি

বিষয়-নির্দেশক শব্দসংক্ষেপ

অর্থ.
অর্থনীতি
অল.
অলঙ্কারশাস্ত্র
আইন.
আইনবিষয়ক
আন্ত.
আন্তর্জাতিক
আয়ু.
আয়ুর্বেদ
ইতি.
ইতিহাস
উদ্ভিদ.
উদ্ভিদবিদ্যা
কৃষি.
কৃষিবিষয়ক
খব
খনার বচন
গণিত.
গণিত
গতি.
গতিবিদ্যা
গার্হ.
গার্হস্থ্যবিদ্যা
গ্রন্থা.
গ্রন্থাগারবিজ্ঞান
চিকি.
চিকিৎসাবিদ্যা
ছন্দ.
ছন্দশাস্ত্র
জন.
জনসংখ্যা বিষয়ক
জ্যা.
জ্যামিতি
জ্যোবি
জ্যোতির্বিজ্ঞান
জ্যোশা
জ্যোতিষ শাস্ত্র
দর্শন.
দর্শন শাস্ত্র
নন্দন.
নন্দনতত্ত্ব
নীতি.
নীতিশাস্ত্র
ন্যায়.
ন্যায়শাস্ত্র
পদার্থ.
পদার্থবিদ্যা
পদ্য.
পদ্যে ব্যবহৃত
পরি.
পরিভাষা
পূগী
পূর্ববঙ্গ গীতিকা
প্রশা.
প্রশাসনিক
প্রাণী.
প্রাণীবিজ্ঞান
বল.
বলবিজ্ঞান
বাগ.
বাগ্‌বিধি
বাণিজ্য.
বাণিজ্যবিষয়ক
বীগ
বীজগণিত
বিজ্ঞান.
বিজ্ঞান বিষয়ক
বৈপ
বৈষ্ণব পদাবলী
বৈশা
বৈদিক শাস্ত্র
বৈসা
বৈষ্ণব সাহিত্য
বৌগাদো
বৌদ্ধ গান ও দোহা
বৌশা
বৌদ্ধ শাস্ত্র
ব্যা.
ব্যাকরণ
ব্যাংক.
ব্যাংকবিষয়ক
ভাষা.
ভাষাতত্ত্ব
ভূগো.
ভূগোল
ভূবি.
ভূবিদ্যা
মনো.
মনোবিজ্ঞান
মুদ্রণ.
মুদ্রণশিল্প
মুশা
মুসলিম শাস্ত্র
মুস
মুসলিম সমাজবিষয়ক
মৃৎ
মৃৎবিজ্ঞান
মৈগী
ময়মনসিংহ গীতিকা
যোশা
যোগশাস্ত্র
রঙ্গ.
রঙ্গরসাত্মক
রসা.
রসায়ন
রাষ্ট্র.
রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা.
শিক্ষাবিষয়ক
সনৃ
সঙ্গীত ও নৃত্যকলা
সবি
সমাজবিজ্ঞান
সাবি
সাহিত্যবিষয়ক
স্বাস্থ্য.
স্বাস্থ্যবিজ্ঞান
হিশা
হিন্দু শাস্ত্র
হিস
হিন্দু সমাজ
হোমি
হোমিওপ্যাথি

লেখকদের নামসংক্ষেপ

অআ
অদ্ভুতাচার্য (১৬শ শতক)
অচিসে
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
অঠা
অবনীন্দ্রনাথ ঠাকুর
অতুসে
অতুলপ্রসাদ সেন
অব
অক্ষয়কুমার বড়াল
অমৃব
অমৃতলাল বসু
অরা
অন্নদাশঙ্কর রায়
আআ
আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন
আআআ
আলাউদ্দীন আল আজাদ
আই
আবু ইসহাক
আইশা
আসকার ইবনে শাইখ
আউ
আজিমুদ্দীন
আকআ
আকবর আলী
আকউ
আকবরউদ্দীন
আকসা
আবদুল করিম সাহিত্যবিশারদ
আগ
আবদুল গনি হাজারী
আখাঁ
মাওলানা মুহম্মদ আকরম খাঁ
আজই
আজহারুল ইসলাম
আকা
আবদুল কাদির
আকাশা
আবুল কালাম শামসুদ্দিন
আগাচৌ
আবদুল গাফ্ফার চৌধুরী
আচৌ
আনিস চৌধুরী
আজা
আবু জাফর শামসুদ্দীন
আনিস
আনিসুজ্জামান
আপ্র
আচার্য প্রফুল্লচন্দ্র রায়
আফ
আবুল ফজল
আম
আবদুল মওদুদ
আমআ
আবুল মনসুর আহমদ
আমা
আল মাহমুদ
আমো
আবু হেনা মোস্তফা কামাল
আর
আতাউর রহমান
আরও
আবদুর রশীদ ওয়াসেকপুরী
আরু
আবু রুশ্‌দ্
আলীআ
সৈয়দ আলী আশরাফ
আশ
আহমদ শরীফ
আস
আবু সয়ীদ আইয়ূব
আসা
আবদুস সাত্তার
আসি
আশরাফ সিদ্দিকী
আহ
আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী
আহা
আহসান হাবীব
আহো
আবুল হোসেন
ইখা
ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল
ইহো
ইসমাইল হোসেন শিরাজী
ঈগু
ঈশ্বর গুপ্ত
ঈবি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
এআ
এয়াকুব আলী চৌধুরী
এও
এস. ওয়াজেদ আলী
ওআ
ওহিদুল আলম
ওয়া
মোহাম্মদ ওয়াজেদ আলী
ওয়ালি
মোঃ ওয়ালিউল্লাহ
ওহ
ওবায়েদুল হক
কচৌ
কবীর চৌধুরী
কব
করুণানিধান বন্দ্যোপাধ্যায়
কবল
কবি বল্লভ
কম
কবি মঈনুদ্দীন
কমু
কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী
কশে
কবি শেখ
কাআউ
কাজী আফছারউদ্দীন
কাআও
কাজী আবদুল ওদুদ
কাআমা
কাজী আবদুল মান্নান
কাই
কাজী ইমদাদুল হক
কাদা
কাশীরাম দাস
কাগু
কালীপ্রসন্ন দাস গুপ্ত
কাঘো
কালীপ্রসন্ন ঘোষ
কাদী
কাজী দীন মোহাম্মদ
কাদৌ
কাজী দৌলত
কামু
ড. কাজী দীন মুহম্মদ
কামো
ড. কাজী মোতাহার হোসেন
কায়
কায়কোবাদ
কারা
কালিদাস রায়
কাসি
কালীপ্রসন্ন সিংহ
কাহ্ণ
কাহ্ণপাদ
কুম
কুমুদরঞ্জন মল্লিক
কৃও
কৃত্তিবাস ওঝা
কৃক
কৃষ্ণদাস কবিরাজ
কম
কৃষ্ণচন্দ্র মজুমদার
কেম
কেদারনাথ মজুমদার
ক্ষীবি
ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
ক্ষেদা
ক্ষেমানন্দ দাস
খব
খনার বচন
খমি
খগেন্দ্রনাথ মিত্র
খাআ
খানবাহাদুর আহছানউল্লাহ
খাহা
খানবাহাদুর আবদুল হাকিম
খামো
খান মো. মঈনুদ্দিন
গিঘো
গিরিশচন্দ্র ঘোষ
গিসে
গিরিশ চন্দ্র সেন
গুমা
গুণময় মান্না
গোগা
গোপীচন্দ্রের গান
গোদা
গোবিন্দদাস
গোমো
গোলাম মোস্তফা
গোহা
গোপাল হালদার
গৌচ
গৌরিশঙ্কর চট্টাচার্য
ঘচ
ঘনরাম চক্রবর্তী
চদা
চণ্ডীদাস
চমু
চণ্ডীচরণ মুনশী
ছউ
ছদরুদ্দীন
জউ
জসীমউদ্দীন
জব
জগদীশচন্দ্র বসু
জয়
জয়দেব/গীতগোবিন্দ
জরা
জহীর রায়হান
জহা
জগলুল হায়দার আফরিক
জাআ
জাহানারা আরজু
জীদা
জীবনানন্দ দাশ
জুআ
এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু)
জোখা
জোবেদা খানম
জ্ঞাদা
জ্ঞানদাস
তাব
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
তামি
তারিণীচরণ মিত্র
তাহো
তালিম হোসেন
দমি
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
দারা
দাশরথি রায়
দীমি
দীনবন্ধু মিত্র
দেসে
দেবেন্দ্রনাথ সেন
দৌবা
দৌলত উজির বাহরাম খান
দ্বিব
দ্বিজ বংশীদাস
দ্বিমা
দ্বিজমাধব
দ্বিরা
দ্বিজেন্দ্রলাল রায়
নই
কাজী নজরুল ইসলাম
নমি
নরেন্দ্রনাথ মিত্র
নর
নজিবর রহমান
নসে
নবীনচন্দ্র সেন
নাআ
মোহাম্মদ নাসির আলী
নীই
নীলিমা ইব্রাহীম
নীচ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নূমো
নূরুল মোমেন
পাকা
পাগলা কানাই
প্যামি
প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)
প্রচৌ
প্রমথ চৌধুরী
প্রবি
প্রমথনাথ বিশী
প্রমু
প্রভাতকুমার মুখোপাধ্যায়
প্রসা
প্রবোধকুমার সান্যাল
প্রেআ
প্রেমাঙ্কুর আতর্থী
প্রেমি
প্রেমেন্দ্র মিত্র
ফআ
ফররুখ আহমদ
ফগ
ফকির গরীবুল্লাহ
বআমি
বন্দে আলী মিয়া
বআহে
বশীর আলহেলাল
বউ
বদরুদ্দীন উমর
বচ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বচদা
বড়ু চণ্ডীদাস
বমু
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বর
আ.ন.ম. বজলুর রশীদ
বিগু
বিজয় গুপ্ত
বিচ
বিহারীলাল চক্রবর্তী
বিদে
বিষ্ণু দে
বিপ
বিদ্যাপতি
বিব
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিমি
বিমল মিত্র
বিমু
বিনয় মুখোপাধ্যায় (যাযাবর)
বুব
বুদ্ধদেব বসু
বৃদা
বৃন্দাবন দাস
বেআ
বেনজীর আহমদ
বেসা
বেদূঈন সামাদ
বেরো
বেগম রোকেয়া
বোখা
বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর
ভন
ভবানন্দ
ভব
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
ভারা
ভারতচন্দ্র রায়গুণাকর
ভূমু
ভূদেব মুখোপাধ্যায়
মআ
মওলানা আকরম খাঁ
মঈন
মঈন উদ্দিন
মউ
মবিনউদ্দীন আহমদ
মগা
ময়নামতীর গান
মত
মদনমোহন তর্কালঙ্কার
মদ
মাইকেল মধুসূদন দত্ত
মব
মনোজ বসু
মযই
মযহারুল ইসলাম
মহী
মহীউদ্দিন
মাউ
মাহবুব-উল-আলম
মাক্
মাধবাচার্য [কৃষ্ণমঙ্গল]
মাখা
মাহমুদা খাতুন সিদ্দিকা
মাগা
মানিক গাঙ্গুলী
মাগান
মানিক রাজার গান
মাদা
মাধব দাস
মাব
মানিক বন্দ্যোপাধ্যায়
মামু
মাওলানা মুস্তাফিজুর রহমান
মীম
মীর মশাররফ হোসেন
মুআরা
মুঃ আবদুর রাজ্জাক
মুআহা
মুহম্মদ আবদুল হাই
মুই
মুফাখখারুল ইসলাম
মুত্র
মুহম্মদ এনামুল হক
মুচৌ
মুনীর চৌধুরী
মুত্তা
মুত্তালিব
মুম
মুহম্মদ মনসুরউদ্দীন
মুর
মুজিবর রহমান খাঁ
মুশ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোক
মোহাম্মদ কবীর
মোকা
আবু হেনা মোস্তফা কামাল
মোখা
মোহাম্মদ খান
মোব
মোহাম্মদ বরকতুল্লাহ
মোম
মোহিতলাল মজুমদার
মোমা
মোঃ মাহফুজউল্লাহ
মোহ
মোজাম্মেল হক
মোচৌ
মোতাহের হোসেন চৌধুরী
যবা
যতীন্দ্রমোহন বাগচী
যনে
যতীন্দ্রনাথ সেনগুপ্ত
যোস
যোগীন্দ্রনাথ সরকার
রই
রওশন ইজদানী
রক
রশিদ করিম
রখাঁ
রশীদ খাঁন
রঙ্গসে
রঙ্গলাল সেন
রজসে
রজনীকান্ত সেন
রঠা
রবীন্দ্রনাথ ঠাকুর
রাভ
রামেশ্বর ভট্টাচার্য
রাখা
রাজিয়া খান
রাজ
রাজনারায়ণ বসু
রাত্রি
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
রাপ
রামাই পণ্ডিত [শূন্য পুরাণ]
রাব
রাজশেখর বসু (পরশু)
রাবি
রাসবিহারী মুখোপাধ্যায়
রাম
রামরাম বসু
রামা
রাজিয়া মাহবুব
রামু
রাজীবলোচন মুখোপাধ্যায়
রামি
রাজেন্দ্রলাল মিত্র
রারা
রামমোহন রায়
রাসা
রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক – ভগীরথ]
রাসে
রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর]
রির
রিজিয়া রহমান
লাশা
লালন শাহ
লুর
ডাঃ লুৎফর রহমান
শও
শওকত ওসমান
শচ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শাআ
শাহেদ আলী
শাকা
শামসুদ্দীন আবুল কালাম
শাফ
শাহ ফজলুর রহমান
শামা
বেগম শামসুন্নাহার মাহমুদ
শারা
শামসুর রাহমান
শাস
শাহ মুহম্মদ সগীর
শাহ
শামসুল হক
শাহো
শাহাদাত হোসেন
শেআ
শেখ আবদুর রহিম
শেক
শেখ ফজলল করিম
শেফ
শেখ ফয়জুল্লাহ
শেহ
শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন
শিমি
শিবরতন মিত্র সম্পাদিত প্রাচীন পত্রাবলী
শ্রীন
শ্রীকর নন্দী
সচ
সঞ্জীব চট্টোপাধ্যায়
সজ
সরদার জয়েনউদ্দীন
সত্যেসে
সত্যেন সেন
সদ
সত্যেন্দ্রনাথ দত্ত
সভা
সতীনাথ ভাদুড়ী
সমসে
সমর সেন
সাখা
সাবিরিদ খান
সাহ
সানাউল হক
সিজা
সিকান্দার আবু জাফর
সুকা
সুফিয়া কামাল
সুগ
সুনীল গঙ্গোপাধ্যায়
সুঘো
সুবোধ ঘোষ
সুচ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সুদ
সুধীন্দ্রনাথ দত্ত
সুভ
সুকান্ত ভট্টাচার্য
সুমো
সুফী মোতাহার হোসেন
সুরা
সুকুমার রায়
সৈআ
সৈয়দ আলাওল
সৈআআ
সৈয়দ আলী আহসান
সৈএ
সৈয়দ এমদাদ আলী
সৈও
সৈয়দ ওয়ালিউল্লাহ
সৈমু
সৈয়দ মুজতবা আলী
সৈমুআ
সৈয়দ মুর্তাজা আলী
সৈশা
সৈয়দ শামসুল হক
সৈসু
সৈয়দ সুলতান
সৈহা
সৈয়দ হামজা
স্বাবি
স্বামী বিবেকানন্দ
হবা
হবীবুল্লাহ বাহার
হশা
হরপ্রসাদ শাস্ত্রী
হার
হাবীবুর রহমান
হাহা
হাসান হাফিজুর রহমান
হুক
হুমায়ুন কবীর
হেব
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
হেমা
হেয়াত মাহমুদ
হেহো
হেমায়েত হোসেন