তথ্য
“বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।” প্রধান সম্পাদক: ডক্টর মুহম্মদ এনামুল হক। পরিমার্জিত সংস্করণ: ডিসেম্বর ২০০০।

বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান
রকমারি’তে দেখুন ❯
ইতিপূর্বে ২০২৪ সালে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান নিয়ে কাজ করেছিলাম, যা মোটামোটিভাবে ভালোই সাড়া ফেলে। এছাড়া অন্যান্য অভিধান নিয়ে কাজ করেছি কিনা তা জানতে চেয়ে বেশ কয়েকজন ইমেইল করে। এসব থেকে আমি অন্যান্য অভিধান নিয়েও কাজ করার অনুপ্রেরণা পাই।
এরকম প্রচুর শব্দ রয়েছে যেগুলোতে ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’-এর সাথে ‘বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান’-এর বানানে যথেষ্ট অমিল রয়েছে। এর থেকে আমি ‘বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান’-এর শব্দগুলো নতুন করে টাইপ করার প্রয়োজনীয়তা অনুভব করি। কিন্তু পুরো অভিধানের শব্দগুলো নতুন করে টাইপ করার সময় ও ধৈর্য্য কোনোটাই আমার ছিল না। ফলে দুয়েকবার টাইপিং শুরু করেও আবার থেমে যাই।
২০২৫ সালের এপ্রিল মাসের শেষের দিকে এক ভাই আমাকে ইমেইল করে উক্ত অভিধান নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চায়। সেই ইমেইল পেয়ে আমি পুনরায় চিন্তাভাবনা শুরু করি এবং অনলাইনে শব্দভান্ডার খুঁজতে থাকি। অবশেষে গিটহাবে একটি অভিধান পাই যার ভুক্তিগুলো ‘বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান’-এর কাছাকাছি ছিল। উক্ত অভিধানের শব্দভান্ডারের সাহায্যে ০১/০৫/২০২৫ ইং তারিখে আমি ডাটাবেস তৈরির কাজ শুরু করি। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কাজ করার পর আমি বুঝতে পারি যে, যেভাবে আমি এগুচ্ছি তাতে আমার প্রচুর শ্রম ও সময় ব্যয় হচ্ছে এবং আউটপুট খুবই হতাশাজনক। তারচে নতুনভাবে টাইপিং করলে আরও দ্রুত কাজ শেষ হবে।
এর মধ্যে জুন মাসে কুরবানির ঈদের লম্বা ছুটি পাই। সেই ছুটিকে কাজে লাগিয়ে প্রথম থেকে নতুন করে সবগুলো ভুক্তি টাইপিং ও ম্যাপিং করা শুরু করি। অবশেষে ২৮/০৯/২০২৫ ইং তারিখে ম্যাপিংয়ের কাজ শেষ হয়। যাই হোক, টাইপিংজনিত কারণে কিছু ভুল থেকে যেতে পারে। সেক্ষেত্রে ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ থাকলো।
খোলাসাকরণ: এই ওয়েবসাইটে প্রদত্ত রকমারি’র লিংকের মাধ্যমে কেউ কিছু কিনলে আমি কমিশন পাব। ওয়েবসাইটটি চালু রাখতে যা সহায়ক হিসেবে কাজ করবে এবং এর ভবিষ্যৎ উন্নয়নে প্রেরণা জোগাবে।
ডেভেলপার: ইকবাল কবির
ওয়েবসাইট: iqbir.com
ইমেইল: admin@iqbir.com
সর্বশেষ আপডেট: ২৯/০৯/২০২৫